IQNA

অডিও | আব্দুল বাসিতের কণ্ঠে আয়াতুল কুরসী তিলাওয়াত

0:02 - November 30, 2020
সংবাদ: 2611887
তেহরান (ইনকা): সূরা বাকারার কয়েকটি আয়াতের সমন্বয়ে আয়াতুল কুরসী তিলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। ওস্তাদ আব্দুল বাসিত মোহাম্মদ আব্দুস সামাদ তার অন্যান্য পারফরম্যান্সের মতো কুরআনের এই অংশটি সুন্দর ও মনোরমভাবে তিলাওয়াত করেছেন এবং কুরআন প্রেমীদের স্মরণিকা হিসাবে রেখে গেছেন।

আয়াতুল কুরসীর মূল বিষয় হচ্ছে মহান আল্লাহর গুণাবলী, বিশেষত তৌহিদ। এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আয়াতুল কুরসী হিসাবে পরিচিত এবং এই আয়াতের একাংশে “কুরসী” শব্দটি উল্লেখ থাকার কারণে এর নাম আয়াতুল কুরসী হিসেবে প্রসিদ্ধ হয়েছে।

সূরা বাকারার ২৫৫ থেকে ২৫৭ নম্বর আয়াতকে আয়াতুল কুরসী বলা হয়। নীচে বিশ্বখ্যাত ক্বারি আব্দুল বাসিতের সুললিত কণ্ঠে আয়াতুল কুরসী অডিও ফাইলটি তুলে ধরা হল:
iqna

 

captcha